রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন

সিংড়ায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে পৌর শহরের ৬ নং ওয়ার্ডের পার সিংড়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় পৌর সচিব আব্দুল মতিনসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এই আশঙ্কা থেকেই আগাম সর্তকতা মূলক ব্যবস্থা স্বরূপ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং মশক নিধনে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের সবগুলি ওয়ার্ডে প্রতিদিনই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …