শুক্রবার , অক্টোবর ১৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

সিংড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক ,সিংড়া:
নাটোরের সিংড়ায় ফল ও পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় সিংড়া বাজারের ব্যবসায়ী আব্দুর রউফকে দুই হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় মোহাম্মদ আলী ফল ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদা খাতুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা খাতুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুয়ায়ী দাম বেশি রাখায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসীকে জরিমানা করা হয়েছে। আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

আরও দেখুন

রাসিকের স্বাস্থ্য বিভাগকে দুটি কম্পিউটার 

হস্তান্তর করল রেডক্রিসেন্ট নিজস্ব প্রতিবেদক রাজশাহী……..ওয়ার্ড পর্যায়ের স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য সংরক্ষণে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য …