রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় ভ্যান চালককে বেদম মারপিট

সিংড়ায় ভ্যান চালককে বেদম মারপিট

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল ইসলাম (২৯) নামে এক ভ্যান চালককে বেদম মারপিট করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে উপজেলার তেলিগ্রাম বাজারে।

জানা যায়, বাড়ির সামনে রাস্তায় নুরুল ইসলামকে চলাচল করতে না দেয়াকে কেন্দ্র করে নুরুল ইসলামের সাথে প্রতিপক্ষের তর্কবিতর্ক হয়। সোমবার রাতে নুরুল ইসলাম বাজারে এলে পূর্ব পরিকল্পনা মোতাবেক প্রতিপক্ষ শামিম, আরিফুল ও আলমের নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে, তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …