বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ভ্যান উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত

সিংড়ায় ভ্যান উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ব্যাটারি চালিত ধ্যান উল্টে ফারজানা খাতুন নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কালিনগর গ্রামের ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফারজানা কালিনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম চুনু জানান, আজ আজ ১২ অক্টোবর বিকেলে এসএসসি ব্যবহারিক পরীক্ষা দিয়ে সিংড়া থেকে কালিনগরে তার নিজ বাড়ি ফিরছিল ফারজানা সহ কয়েকজন শিক্ষার্থী। সন্ধ্যে সাড়ে ছয়টার দিকে ভ্যানটি কালিনগর ব্রিজের কাছে পৌঁছালে অন্য আরেকটি ভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে ফারজানা ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …