নিজস্ব প্রতিবেতক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের বড়গাছা গ্রামে ভোগ দখলকৃত জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। জানা যায়, ঐ ইউনিয়নের কালিগন্জ গ্রামের মৃত হামিদ আলীর পুত্র আব্দুল মান্নান ১৮ বছর পুর্বে আরএস রেকর্ড মুলে২১০ শতক জমি ও পুকুর ভোগ দখল করে আসছেন। গত ২৪ এপ্রিল বিবাদী মানিক ঘোষের নেতৃত্বে জোড়পূর্বক তাঁর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মান করতে সংঘবদ্ধ হয়।
এসময় আব্দুল মান্নান বাঁধা দিলে তাকে ও তার স্বজনদের মারপিট ও মারাত্নক জখম করে। এসময় মান্নান, আমানুল্লাহ, মোসাদ্দেক এবং ওবায়দুল ইসলাম সুমন আহত হয়। পরে এ বিষয়ে সিংড়া থানায় মামলা করেন আব্দুল মান্নান। সম্প্রতি পুলিশ আসামী মানিক ঘোষ, জয় তালুকদার ও মনোন কে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
ভুক্তভোগী আব্দুল মান্নান জানান, বড়গাছা এলাকায় ঝোপঝাড় ছিলো, একটি পুকুর ছিলো, যা তাল পুকুর নামে পরিচিত ছিলো, আমরা সেখানে পুকুরে মাছ চাষ এবং সুন্দর বাগান তৈরি করে ভোগ দখল করে আসছি। অথচ তারা ভুয়া কাগজপত্র করে আমাদের জমি ও পুকুর দখলে মরিয়া হয়ে পড়েছে। তাদের সুনির্দিষ্ট কোনো দলিল নাই।
আরও দেখুন
নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …