শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন



নিজস্ব প্রতিবেদক:

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা।

সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো রেজাউল করিম, প্রধান সহকারী নাজনীন নীলা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদত হোসেন, আব্দুল ওয়াদুদ দুদু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট ভূমিসেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ৮ জুন হতে ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হবে। ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে কাজ করছে সরকার।

আরও দেখুন

লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …