শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ভূমি সেবা সপ্তাহে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

সিংড়ায় ভূমি সেবা সপ্তাহে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৫ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। এসময় ৬০জন ভূমিহীনের মাঝে দলিল হস্তান্তর করেন ইউএনও।

দলিল হস্তান্তর অনুষ্ঠানে কানুনগো রেজাউল করিম, প্রধান সহকারী নাজনীন নীলা, সার্ভেয়ার আমিনুর রহমান, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউএনও মাহমুদা খাতুন বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, খাল উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …