রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যা করলো চাচা

সিংড়ায় ভাতিজিকে ধর্ষণের পর হত্যা করলো চাচা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় রেশমি খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে আপন চাচা। রবিবার বেলা ২টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের দেওগাছা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় চাচা শাহাদৎ হোসেন (৩০) কে আটক করে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসীরা। রেশমি স্থানীয় বামিহাল অনার্স কলেজের এইচএসসির মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং দেওগাছা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাকুরিয়া গ্রামে রেশমি খাতুনের দাদা মারা যাওয়ায় বাড়ির সবাই সেখানে যায়। এসময় রেশমি খাতুন বাড়িতে একাই ছিল। সবার অনুপস্থিতিতে নিজ চাচা শাহাদৎ হোসেন ভাতিজি রেশমি খাতুনকে ধর্ষণ করে। জানাজানি হওয়ার ভয়ে পরে ঘরের রেলিং ওপর রেশমিকে শ্বাস করে হত্যা করে। ঘটনাটি জানতে পেরে জনতা চাচা শাহাদতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …