নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় ভটভটি থেকে ছিটকে পড়ে মাসুদ রানা নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে। আজ ৩১ আগস্ট বুধবার বেলা এগারোটার দিকে সিংড়া থানার ১০ নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম কালিগঞ্জ রোডের নিমাকদমা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার পাকুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, আজ ৩১ আগস্ট বুধবার সকালে রাহুল গ্রুপ নামে একটি ভোগ্য পণ্যের মালামাল বোঝাই করে মাসুদ ভটভটি যোগে কালীগঞ্জ যাচ্ছিল। বেলা এগারোটার দিকে উপজেলার নিমাকদমা নামক স্থানে পৌঁছালে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই গাড়ির নিচেই চাপা পড়ে মাসুদ ঘটনাস্থলেই নিহত হয়। সিংড়া থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল গিয়ে গাড়িটির নিচে থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …