নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার পারসাঐল গ্রামের ৮০ টি কর্মহীন পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা শামীম আল মামুন তাঁর নিজ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, প্রবাল কুমার সাহা, শহিদুল ইসলাম বাবু, নুরুল ইসলাম প্রমূখ। খাদ্য সামগ্রীর মধ্য ছিলো, পোলাওয়ের চাল, চিনি, তেল, ডাল, পেঁয়াজ, আলু, সেমাই।
বিতরণ কালে তিনি বর্তমানে করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন পরিবারদের মাঝে সহযোগিতার জন্য নিজ নিজ এলাকা থেকে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …