শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের লয়দাপাড়া গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে মাছচাষীর প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা চেয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মাছচাষী মো. শাহজামাল শেখ।

ভূক্তভোগী মাছচাষী মো. শাহজামাল শেখ জানান, আমি লয়দাপাড়া গ্রামে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ১০টায় পুকুরের মাছ দেখে বাড়িতে চলে আসি। পরেরদিন বুধবার সকালে পুকুরে গিয়ে দেখি কে বা কাহারা বিষ প্রয়োগ করে পুকুরের মাছ নিধন করেছে। এতে আমার প্রায় ৪০ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে সিংড়া থানার ওসি মো. আসমাউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …