নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি সিংড়া উপজেলা শাখার আয়োজনে শনিবার সকাল ১১ টায় শিক্ষক সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সহ সভাপতি জোড়মল্লিকা নিংগইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং সাতপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিক সাহার পরিচালনায় বক্তব্য রাখেন, থাঔল চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বড়সাঐল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ কে ফজলুল হক, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আফসার আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকরা দেশ গঠনে কাজ করে যাচ্ছে, কিন্তু সমাজে শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে। ম্যানেজিং কমিটি দ্বারা ও শিক্ষকরা নিগৃহিত হয়। শিক্ষকদের নূন্যতম মেডিকেল ভাতা, বাসা ভাড়া দেয়া হয়। তারা ভাতা বৃদ্ধি ও স্কেল বৃদ্ধির দাবি জানানো হয়।
আরও দেখুন
লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক লালপুরে,,,,,,,, নাটোরের লালপুরে বিএনপির মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর ২০২৪) …