বৃহস্পতিবার , জুন ২৭ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃতপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে

আরও দেখুন

বাগাতিপাড়ায় ৪১ বছর পর হাসপাতালে প্রথম সাপে কাটা রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক: বাগাতিপাড়া (নাটোর) নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৪১ বছর পর অ্যান্টিভেনম প্রয়োগের …