মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

সিংড়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। নাটোর ইয়ুথ ব্লাড ডোনার ক্যাম্প এর সিংড়া ইউনিটের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। সোমবার (২০শে মার্চ) সকাল ১০টায় উপজেলা কোর্ট মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ সবুর, সিংড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল-আমিন সরকার, বিলহালতি ত্রিমোহনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম সারোয়ার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান লিখন। এছাড়াও উপস্থিত ছিলেন নাটোর ইয়ুথ ব্লাড ডোনারের প্রতিষ্ঠাতা খন্দকার উল্লাস, সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সজল হোসেন।

উল্লেখ্য, সিংড়া উপজেলা কোর্ট মাঠ ও সুবর্ণ সরোবরে পৃথকভাবে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য রক্তের গ্রুপ নির্ণয় উন্মুক্ত করা হয়।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …