রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / কৃষি / সিংড়ায় বিনামূল্যে কৃষি পণ্য ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

সিংড়ায় বিনামূল্যে কৃষি পণ্য ও ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় নাটোরের সিংড়ায় ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি করে ডিএসপি সার ও ভর্তুকি মুল্যে ১৫ টি কম্বাইন্ড হার্ভেস্টার এবং ৪ টি থ্রেসার মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে  উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এইসব সামগ্রী বিতরণ করেন।

পরে প্রতিমন্ত্রী সামাজিক বনায়নের মাধ্যমে ১২৪ জন উপকারভোগী, তিনটি ইউনিয়ন পরিষদ এবং তিনজন ভূমি মালিক কে মোট ৮৩ লাখ ১২হাজার ২২০ টাকার চেক বিতরণ করেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …