নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মো. লাম (৭) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার বিনগ্রাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত লাম ঐ গ্রামের মো. মামুনের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম এলাকার মো. মামুনের ছেলে মো. লাম তার বাবার দোকান থেকে বাড়িতে নেয়া সংযোগ তারের উপর বসলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
।
সিংড়া থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, তবে থানায় কেউ অভিযোগ করেনি।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …