নিজস্ব প্রতিবেদক,সিংড়া: নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ঠে আবু শাহিন(২৬) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ ২৮ নভেম্বর মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার মৌগ্রাম উত্তরপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন একই এলাকার রফিকুল ইসলাম এর ছেলে এবং বামিহাল টেকনিক্যাল এন্ড বি এম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এলাকাবাসী জানায় আজ ২৮ নভেম্বর বেলা ১১টার দিকে শাহীন তার নিজ বাড়ি মৌগ্রাম উত্তরপাড়ায় বাড়ির পাশে পুকুরে সাবমারসিবল পাম্পের মাধ্যমে সেচ দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে ইলেকট্রিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও দেখুন
লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …