রবিবার , অক্টোবর ৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

সিংড়ায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বিট পুলিশিং এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। পৌরসভার চকসিংড়ায় ৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের বিট পুলিশিং কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী।

আজ সোমবার দুপুরে ৯ নং ওয়ার্ড কাউন্সিলরের অস্থায়ী কার্যালয়ে বিট পুলিশিংয়ের কার্যক্রম শুরু হয়।
এসময় ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আঃ জলিল, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম উদ্দিন মৃধা, সহকারি উপ-পরিদর্শক মো. শফিসহ স্থানীয় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এর মাধ্যমে যে কেউ পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে। এতে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আরও দেখুন

সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। রোববার (৬ …