শনিবার , এপ্রিল ২০ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

সিংড়ায় বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া: 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ও পৌর বিএনপি। বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধার মুখে পরে। এসময় সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

সোমবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বাসষ্ট্যান্ড অভিমুখে বের হলে পুলিশি বাধার মুখে পরে। সামনে এগোতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও গত একাদ্বশ জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ, যুগ্ম আহŸায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহŸায়ক সাখাওয়াত হোসেন শাখা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহŸায়ক মহিদুল ইসলাম, রুহুল আমিন, বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহŸায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আঃ মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, নিরপেক্ষ নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ আমাদের বাধা দেয়। পরে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের বাধার তীব্র নিন্দা জানাই।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আজ সিংড়ার সাপ্তাহিক হাটের দিন, বিক্ষোভ মিছিল বাসস্ট্যান্ড এলাকায় গেলে জনসাধারণের চলাচলে বিঘœ ঘটতে পারে, সেজন্য তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।

আরও দেখুন

২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি ট্রেনের ইঞ্জিনের হুকে ঝুলে ছিল নারীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক,হিলি :দিনাজপুরের হিলি রেলস্টেশনে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে …