সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বিএনপির ঈদসামগ্রী পেল ৬’শ পরিবার

সিংড়ায় বিএনপির ঈদসামগ্রী পেল ৬’শ পরিবার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় ৬’শ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণ করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ। 

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হক, জয়নুল আবেদীন বিদ্যুৎ, ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিব, বাদশা আহমেদ প্রমুখ।

দাউদার মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরামর্শক্রমে ৬’শ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সুখে-দুঃখে বিএনপি সবসময়ই অসহায় মানুষের পাশে থাকে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …