নীড় পাতা / উন্নয়ন বার্তা / সিংড়ায় বসন্তপুরের জনসাধারনের দুর্ভোগ লাঘব হচ্ছে

সিংড়ায় বসন্তপুরের জনসাধারনের দুর্ভোগ লাঘব হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া উপজেলার বসন্তপুরের জনসাধারনের দুর্ভোগ লাঘব হচ্ছে। উপজেলার আজরদরগা থেকে বসন্তপুর ৩ দশমিক ২ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ সমাপ্ত হয়েছে। দীর্ঘদিনের অবহেলিত জনসাধারনের এই রাস্তার কাজ হওয়ায় প্রাণ ফিরে এসেছে এলাকার মানুষের জীবনযাত্রায়। কৃষকদের ধান বাজারজাত কিংবা কৃষিপণ্য সহজে দেশের বিভিন্ন স্থানে পাঠানো সহজ হলো।

এলজিইডির সহকারী প্রকৌশলী গোলাম হোসেন জানান, প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার উন্নয়ন কাজ সমাপ্ত করা হয়েছে। এতে করে অত্র এলাকার জীবনযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

রামানন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকুল হোসেন জানান,
মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তা হওয়ায় আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।

আরও দেখুন

৪০ বছর ইমামতির অবসান, ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় পেলেন ইমাম জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদক লালপুর………………………নাটোরের লালপুরে ৪০ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে মসজিদের পেশ ইমাম জিল্লুর রহমানকে …