শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষি কর্মকর্তাকে বিদায়

সিংড়ায় বর্ণাঢ্য আয়োজনে কৃষি কর্মকর্তাকে বিদায়

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজাকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানানো হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুর ২টায় কৃষি হলরুমে কৃষি কর্মকর্তা সেলিম রেজাকে বিদায় উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহামুদুল হাসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন কৃষিবিদ সেলিম রেজা। চলতি মাসের ১১ তারিখে ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক হিসেবে তাকে পদায়ন করা হয়। সেই সাথে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. খন্দকার ফরিদকে। এসময় নব-নিযুক্ত কৃষি কর্মকর্তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন মো. সেলিম রেজা।

কৃষি কর্মকর্তার বদলি জনিত বিদায় উপলক্ষ্যে বর্ণাঢ্য বিদায়ের আয়োজন করেন সহকর্মী ও কৃষি উদ্যোক্তাগণ। বিদায়ী কৃষি কর্মকর্তাকে বিভিন্ন ধরনের উপহার তুলে দেন উপজেলা অফিসার্স ক্লাব, চলনবিল জীব-বৈচিত্র্য রক্ষা কমিটি, আরাফাত এগ্রো ফার্ম, জেসমিন ভার্মি কম্পোস্ট ফার্ম, সমলয় বোরো চাষীরা প্রমুখ।

বিদায় ও নয়া কর্মকর্তার দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, নবাগত উপজেলা কৃষি কর্মকর্তা মো. খন্দকার ফরিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহামুদুল হাসান, উপ-সহকারী কর্মকর্তা মো. জাহিদ, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. সৌরভ সোহরাব, সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস এম রাজু আহমেদ, সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, চলনবিল মিডিয়া প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ খান প্রমুখ।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …