শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা রোপণ

সিংড়ায় বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের চারা রোপণ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বজ্রপাত থেকে রক্ষার জন্য দেড় কিলোমিটার রাস্তায় তাল বীজ রোপণ করা হয়েছে। উপজেলার লালোর ইউনিয়নের লালোর উচ্চ বিদ্যালয় থেকে চৌমুহনী বাজার পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তায় তাল বীজ রোপণ করেন স্থানীয় যুবক নন্দ কুমার। নন্দ কুমারের ব্যক্তি উদ্যোগে প্রায় ১ হাজার তাল বীজ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক রুবেল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরে পেতে তাল গাছের চারা রোপণ শুরু করেছি। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য নানা উদ্যোগ নিয়েছি। আগামীতে এ কর্মসূচি অব্যহত রাখবো।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …