শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় বই উৎসব উদ্বোধন

সিংড়ায় বই উৎসব উদ্বোধন

নিজেস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে ২০২৩ শিক্ষাবর্ষেরবই উৎসব উদ্বোধন হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভার কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব উদ্বোধন করা হয়।

বই উৎসব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সহকারি শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, স্থানীয় কাউন্সিলর আঃ লতিফ, কতুয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শারদুল ইসলাম প্রমুখ।

এ বছর উপজেলায় ৩৯ হাজার ৭৩৮ জন প্রাথমিক ও প্রায় ২৫ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …