নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নাহিদ (৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্কুলের টিফিন সময় শিক্ষার্থীরা ফুটবল খেলতে গেলে ফুটবল খেলা চলাকালীন সময় ফুটবল ছুড়াকে কেন্দ্র করে তর্কবির্তকের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী নাহিদকে ৫ম শ্রেণির শিক্ষার্থী রাব্বি ও তৌফিক মারপিট করে। এ ঘটনায় নাহিদ গুরুতর আহত হয়। পরে শিক্ষক ও নাহিদের স্বজনরা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত শিক্ষার্থী নাহিদের লাশটি তাহার নিজ বাড়িতে আছে। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, বিষয়টি জেনেছি, পরবর্তীতে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।