সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ফজলার রহমান ফুনু সেতু উদ্বোধন

সিংড়ায় ফজলার রহমান ফুনু সেতু উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,  বিগত দিনে নির্বাচনের পর এলাকার জনপ্রতিনিধিদের খুঁজে পাওয়া যায়নি।  মানুষ সেবা পায়নি, উন্নয়ন থেকে অবহেলিত ছিলো।৩৭ বছর পর মানুষ আমাকে নির্বাচিত করে জনগণের সেবক করার তৌফিক দান করেছেন। আজীবন  মানুষের কল্যানে কাজ করে যাবো।  মানুষ আগে পায়ে হেটে সিংড়া সদরে যেত, এখন সিংড়ার প্রতিটা জনপদে উন্নয়ন হয়েছে। কলম, চামারীর মানুষ উন্নয়নের দেখা পাইনি।  কাজ করতে ভয় পাইনা, আমরা জনগনের ভালোবাসার চাই। শেখ হাসিনা সরকার জনগনের কল্যানে কাজ করে যাচ্ছেন।  তিনি শুক্রবার বিকেলে আত্রাই নদীর নাছিয়ারকান্দি  ত্রি – মোহনী ঘাটে ৬ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নমনির্মিত মরহুম ফজলার রহমান ফুনু স্মৃতি সেতু উদ্বোধন কালে উপরোক্ত কথা গুলো বলেন।
কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা, মরহুম ফজলার রহমান ফুনুর পুত্র আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুবক্কর সিদ্দিক রকি, সাবেক সাধারন সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, মরহুম শাজাহান আলীর পুত্র শরফরাজ নেওয়াজ বাবু,  কলম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাবলু মেম্বার,  উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ কলম ইউনিয়ন যুবলীগ সভাপতি এসএম গোলাম রাব্বানী সহ আরো অনেকে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *