নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলা সরকারী গার্লস স্কুলে মেলার উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড.নজরুল ইসলাম ঝন্টু।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আল ইমরান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, উপজেলা প্রাণী স¤প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার প্রমুখ।
সিংড়ায় প্রাণী সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ড.নজরুল ইসলাম ঝন্টু সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কেএম ইফতেরুল ইসলাম। প্রাণী সম্পদ প্রদর্শণী তে ৩০ স্টল প্রদর্শনী হয়। স্টলে গরু, ছাগল, হাঁস মুরগী সহ বিভিন্ন প্রাণী শোভা পায়।