শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় প্রশাসনের নির্দেশে অবৈধ বানা উচ্ছেদ করলেন ইউপি চেয়ারম্যান

সিংড়ায় প্রশাসনের নির্দেশে অবৈধ বানা উচ্ছেদ করলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ার তাজপুর ইউনিয়নে আত্রাই নদীর পাশে পানি প্রবাহ বন্ধ করে এলাকার প্রভাবশালীরা মাছ ধরে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ( ২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এম.এম সামিরুল ইসলাম এর নির্দেশে অবৈধ বানা উচ্ছেদ করেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।

তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, পানির স্রোতে বাঁধাগ্রস্থ করে মাছ শিকার করছিলো তারা। অভিযোগের ভিত্তিতে বানাজাল অপসারণ করা হয়। স্রোতে বাঁধাগ্রস্থ করে কোন অবৈধ সুঁতিজাল বা বানাজাল দিয়ে মাছ শিকার করা যাবে না।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …