নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, সিংড়া থানার অফিসার ইনচার্জ নূর-এ-আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা ঈমাম সমিতির সভাপতি মাওলানা আলী আকবর, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শ্রী বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শীতল কুমার দাস।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছিলেন। কিন্তুু সম্প্রতি কিছু কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীরা ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা সম্প্রীতির এই দেশকে অশান্তির পথে নিয়ে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, ধর্ম-বর্ণ ভুলে আসুন আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ি। সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, মসজিদের ইমাম, মাদ্রাসার মুহতামিম, মন্দিরের পুরোহিত, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা অবুরুশত মতিন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …