শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ৬০টি ভূমিহীন পরিবার 

সিংড়ায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ৬০টি ভূমিহীন পরিবার 

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ৫ম পর্যায়ের ২য় ধাপে আগামী ১১ জুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীন ও আশ্রয়ন প্রকল্পের ৬০টি ঘর উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। 

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ গণ্যমাধ্যম কর্মীরা।  

উল্লেখ্য, ইতোমধ্যে সিংড়া উপজেলায় ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম দফায় ২০১৩টি ঘর উদ্বোধন করা হয়েছে। ৫ম দফার ২য় পর্যায় ৬০টি ঘর উদ্বোধন করা হবে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …