সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / সিংড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ: থানায় জিডি

সিংড়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ: থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় ছাত্রলীগ নেতা নাইমুল ইসলাম টুটুল বাদী হয়ে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সে উপজেলার বিলদহর গ্রামের জনৈক বিপ্লবের পুত্র। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আদালত নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জানা যায়, সম্প্রতি চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের নির্মল দেওয়ান ও হকি দেওয়ান বাদী টুটুলের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাক টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আপত্তিকর মন্তব্য করে। বাদী নিষেধ করলে তাকে হুমকি ধামকি দেয়া হয়।

অভিযুক্ত নির্মল ও হকি দেওয়ানকে ফোনে পাওয়া যায় নি। অভিযোগকারী নাইমুল ইসলাম টুটুল বলেন, অভিযুক্তরা বিভিন্ন জায়গায় আপত্তিকর মন্তব্য করে আসছে। সম্প্রতি আমার সামনেও এমন মন্তব্য করায় মর্মাহত হয়ে থানায় অভিযোগ দায়ের করি। তার অডিও রেকর্ড রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …