বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের উন্নয়নের পক্ষে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান

সিংড়ায় প্রতিমন্ত্রী পলকের উন্নয়নের পক্ষে আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুশাসন ও উন্নয়নের পক্ষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । প্রতিমন্ত্রী আজ রবিবার নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে সাড়ে ৭লাখ টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

একই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে ৫লাখ ৪৩ হাজার টাকার শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ এবং বাইসাইকেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমানসহ সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …