রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৩

সিংড়ায় প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত-৩


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রজুবা বেগম (৫০) নামে এক গৃহবধূ গুরুত্বর আহত হয়েছে। তাঁকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে সিংড়া থানায় রজুবার পুত্র শাহ সুলতান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায় আল আমিনের নেতৃত্বে শাহ জালালকে মারপিট করে। পরে শাহ জালালকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য সিংড়া আসার খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন শাহ জালালের বাড়িতে হামলা করে।

এ সময় রজুবা কে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্যেশ্যে মাথায় গুরুত্বর জখম করে এবং গহনা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুর্ব শত্রতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টি এর আগে সুরাহার উদ্যোগ নিয়েছিলাম।

সিংড়া থানার ওসি নুরে আলম জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …