নিজস্ব প্রতিবেদকঃ
সিংড়ায় করোনা (COVID-19) সংক্রমণ পরীক্ষা করার জন্য ২০০ টেস্টিং কিটসহ প্রয়োজনীয় উপকরণ প্রেরণ করেন পলক। চলমান বৈশ্বিক মহামারীর মধ্যে নিজের নির্বাচনী এলাকার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে করোনা (COVID-19) সংক্রমণ পরীক্ষা করার জন্য ২০০ টেস্টিং কিট সহ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের পরামর্শ ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় PPE (পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট), হ্যান্ড গ্লাভস, ফেস মাস্ক, প্রোটেক্টিভ চশমা, জীবানু নাশক হ্যান্ড স্যানিটাইজার সহ যাবতীয় মেডিকেল ইকুইপমেন্ট পাঠিয়েছেন মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। আজকে সেগুলো সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ হস্তান্তর করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান এবং পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। প্রতিমন্ত্রী নিজে আজকেও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেছেন৷ এখন পর্যন্ত সিংড়ায় COVID-19 এর কোন সন্দেহজনক কেস নাই৷ তবে পরিস্থিতি মোকাবেলায় আমাদের আগাম প্রস্তুতি রয়েছে৷ আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা সাহসীকতার সাথে কাজ করছেন এবং যেকোন খারাপ পরিস্থিতি মোকাবেলায় তারা মানসিকভাবে প্রস্তুত আছেন৷ সকলের সমন্বিত প্রচেষ্টায় সিংড়াবাসীকে এই মহামারী থেকে আমরা নিরাপদ রাখবো ইনশাআল্লাহ।
আরও দেখুন
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …