নিজস্ব প্রতিবেদক, সিংড়া
রোপা আমন ফসলের ক্ষতিকর পোকার উপস্থিতি সনাক্তকরণ ও উপস্থিতি জেনে দমন পদ্ধতির ব্যবস্থা গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করতে সিংড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় সিংড়ায় ইটালী ইউনিয়নের পাকুড়িয়া ব্লকে কালাইকুড়ি গ্রামের কয়েকজন কৃষকের জমিতে আলোক ফাঁদ স্থাপন করা হয় ।
উপজেলা কৃষি সূত্রে জানা যায়, আলোক ফাঁদ স্থাপন করতে হয় সন্ধ্যার শুরুতেই। জমি থেকে ১০০ মিটার দুরে অন্ধকারে বাতি জালিয়ে বাতির নীচে সাবান পানি মিশ্রিত গামলা স্থাপন করতে হয়। আলোক ফাঁদের মাধ্যমে মুলত পোকার উপস্থিতি সনাক্ত করা হয়। আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে পোকা দমন কিভাবে করা সম্ভব সে বিষয়ে কৃষকদের সচেতন করার জন্য নিয়মিত আলোক ফাঁদ স্থাপন করা হচ্ছে। আলোক ফাঁদ পরিচালনা করেন ইটালী ইউপি সদস্য লতিফা জাহান পাখি।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …