নিজস্ব প্রতিবেদক, সিংড়া : নাটোরের সিংড়ায় করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি মোকাবেলা এবং মানুষকে ঘরমুখী করার লক্ষে সিংড়া থানা পুলিশের পক্ষ হতে অবৈধ মোটর সাইকেল অভিযান পরিচালনা করা হয়। তিনদিনে প্রায় শতাধিক মোটর সাইকেল আটক এবং মটর যান আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকাল থেকে সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর এ আলম সিদ্দীকির নেতৃত্বে বামিহাল, জামতলী, সিংড়া বাসস্ট্যান্ড এবং বাজারে অভিযান চালিয়ে ৪০ টি মোটর সাইকেল আটক করা হয়।
সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দীকি জানান, বর্তমানে বিশ্বে করোনাভাইরাস এর কারণে সবাই ঝূঁকির মধ্য আছি। এ সময়ে মানুষকে ঘরে থাকা দরকার। সে লক্ষে আমরা কাজ করছি। গত তিনদিনে প্রায় শতাধিক মোটর সাইকেল আটক করে মটর যান আইনে মামলা দেয়া হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …