৩ কন্যা হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় পারিবারিক কলহে স্বামীর উপর অভিমান করে গ্যাস
ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে শারমিন খাতুন (২৮) নামে এক
গৃহবধূ।
বুধবার রাত ১০ টার দিকে শারমিন গ্যাস ট্যাবলেট খেয়ে তার তিন
মেয়েকে ও খাওয়ানোর চেষ্টা করে। পরে টের পেয়ে তার স্বামী ও
প্রতিবেশীরা উদ্ধার কওে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে
রেফার্ড করলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে
শারমিনের মৃত্যু হয়। এদিকে তার জমজ ২ মেয়ে মিম ও জিম (৮) এবং
সিনহা অসুস্থ হয়ে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
রয়েছে। তবে তাদের বর্তমান অবস্থা আশংকামুক্ত।
শারমিন উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গাঁ দিঘিপাড়ার মুরাদ
প্রামানিক এর স্ত্রী। এদিকে শারমিনের বাবা জানান, আমার মেয়েকে
কয়েকদিন আগে নির্যাতন করেছিলো তার জামাই। পারিবারিক কলহ
লেগে ছিলো। আমি মেয়ে হত্যার বিচার চাই।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ
বিষয়ে সিংড়া থানা পুলিশ অবগত রয়েছে। কি কারনে গ্যাস
ট্যাবলেট খেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।