নিজস্ব প্রতিবেদক,সিংড়া
নাটোরের সিংড়ায় পানিতে ডুবে সিংড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের হাতিগাড়া মহল্লায় ২ জন শিশুর মর্মান্তিক মূত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে নিহতের লাশ বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার করে স্থানীয়রা।নিহত কাওসার (৩)। সে হাতিগাড়া মহল্লার শামিম হোসেনের পুত্র। অপর নিহত মিম (৩) একই মহল্লার মিঠুনের পুত্র।দুজন একে অপরের মামাতো, ফুফাতে ভাই বোন।
জানা যায়, মঙ্গলবার সকাল ৯ টার পর দুজনকে খুঁজতে থাকে তাঁর পরিবার। বাড়ির পাশে ডোবায় সকাল ১১ টার দিকে বাচ্চার সেন্ডেল দেখতে পায় প্রতিবেশি রুমা, তার পড়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সিংড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে তাদের খুঁজতে থাকে, পরে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুটি পরিবারে শোকের মাতম চলছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর এ আলম জানান, বিষয়টি খুবই বেদনাদায়ক। এ বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। সতেচন হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …