রবিবার , এপ্রিল ১৩ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় পানিতে ডুবে আরও ১ শিশুর মৃত্যু

সিংড়ায় পানিতে ডুবে আরও ১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়ায় পানিতে ডুবে মুত্তাকিন নামে সাড়ে তিন বছর বয়সী আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বলিয়া বাড়ি গ্রামে নদীর পানিতে ডুবে মারা যায় সে। নিহত মুত্তাকিন উপজেলার কলম ইউনিয়নের বলিয়াবাড়ী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ছোট্ট মূত্তাকিন বাড়ি মধ্যে খেলাধুলা করতে করতে সবার অজান্তেই বাড়ির পাশে নদীর পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে পাশে নদীর ঘাটে নেমে খোঁজ করতে থাকে। খোঁজাখুঁজির পর্যায়ে এক সময় তারা মুত্তাকিন এর মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে

আরও দেখুন

নাটোরে মাদ্রাসা থেকে শিক্ষার্থী মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে মাদ্রাসার একটি কক্ষ থেকে মক্তব বিভাগের শিক্ষার্থী সিয়াম হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …