রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

সিংড়ায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়া উপজেলায় বাস্তবায়নাধীন স্ট্রেংদেনিং রিডিং হেবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইমরান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, গোল-ই আফরোজ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, রিপোর্স পার্সন ও টিম ম্যানেজার শামীম আল কবীর ও উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী।

এ কর্মশালায় উপজেলার ৭৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …