শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় পাঁচ দোকানীকে জরিমানা

সিংড়ায় পাঁচ দোকানীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় পাঁচ দোকানীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার বেলা এগারটার দিকে জেলা কার্যালয়ের বাজার তদারকির অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিমানে পাঁচজন দোকানিকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। এই দলে নেতৃত্ব দেন নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামসুল আলম। সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকা ও সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বাজার তদারকি করা হয়।

এ সময়ে ভোক্তা অধিকার বিরোধী কাজ করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা টানানো ও নিয়মিত হালনাগাদ করা এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সিংড়া থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও দেখুন

নাটোরে নবাগত ইউএনও’র খাল পরিচ্ছন্নতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,নাটোরের সিংড়ায় খাল পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন সদ্যযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। শনিবারসকাল …