শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় পলাতক আসামী গ্রেফতার

সিংড়ায় পলাতক আসামী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় জাল টাকাসহ আটক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প। গ্রেফতারকৃত আসামীর নাম আতিকুল (২২), তিনি নওগাঁর রাণীনগর উপজেলার আমিরপুর পশ্চিমপাড়ার হেলাল সরদারের পুত্র।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার বড় চৌগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার ছাতারবাড়িয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার টাকার ১৫টি জাল নোটসহ আমিনুল হক ওরফে মিঠু (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করে র‌্যাব। সেই মামলার পলাতক আসামী ছিলেন আতিকুল।

সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন , আটক আসামীকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …