মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় নিজ উদ্যোগে জীবানুনাশক স্প্রে

সিংড়ায় নিজ উদ্যোগে জীবানুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় ব্যক্তি উদ্যোগে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। গত ৭ দিন ধরে করোনাভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করার লক্ষে এ কার্যক্রম নেয়া হয়েছে। এছাড়া জনগনের মাঝে মাস্ক ও বাজারে সাবান দেয়া হচ্ছে। 

১ এপ্রিল (বুধবার) ইটালী ও ডাহিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার ও স্থানে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। এর আগেউপজেলার ৮ টি ইউনিয়নে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। 
নাটোর জেলা মটর মালিক সমিতির সাধারন সম্পাদক হাসান ইমাম ও জিএ সরকারী কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েলের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা হচ্ছে।

অপরদিকে দুপুরে এ টিম বিয়াশ বাজারে পৌছলে জীবানুনাশক স্প্রে করে অংশ নেন ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএম আবুল কালাম। এসময় স্থানীয় মেম্বার তারেক হোসেন দুলাল, সাংবাদিক জুলহাস কায়েম উপস্থিত ছিলেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …