রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার

সিংড়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নের আগ-লাড়ুয়া গ্রামের পাঠ ক্ষেত থেকে আঃ সালাম মিস্ত্রীর পুত্র আব্দুল্লাহ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। বুধবার বিকেলে প্রতিবেশী এক কৃষক ঘাস কাটতে গিয়ে নাকে গন্ধ লাগে, এ সময় পাটের ক্ষেতে উপুর হয়ে পড়ে থাকা মরদেহ দেখতে পায়।

এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, রবিবার বিকেলে শিশুটি খেলার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না এলে খোঁজাখুঁজি শুরু করে। এ বিষয়ে পরিবার সিংড়া থানায় একটি সাধারণ ডাইরি করে। বুধবার বিকেলে পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হতে পারে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা পরিস্কার নয়।

হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব উল আলম জানান, নিখোঁজ হবার পর থেকে স্থানীয় চৌকিদারকে সার্বিকভাবে সহযোগিতার নির্দেশ দেয়া হয়। আজ বিকেলে খবর আসে তাঁর মরদেহ পাওয়া গিয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …