রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় নন-এমপিও কলেজ শিক্ষকদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ

সিংড়ায় নন-এমপিও কলেজ শিক্ষকদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় নন-এমপিও কলেজ শিক্ষকদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে প্রণোদনা পাচ্ছে ২৬৪ শিক্ষক, ৯১ জন কর্মচারী সহ সর্বমোট ৩৫৫ জন। প্রধানমন্ত্রীর ববরাদ্দকৃত অর্থ ১৫ লক্ষ ৪৭ হাজার ৫ শত টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলার ২৫ নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং ৭ টি কলেজে প্রণোদনা দেয়া হবে। কলেজগুলোর মধ্য হচ্ছে চলনবিল মহিলা ডিগ্রী কলেজ, রহমত ইকবাল অনার্স কলেজ, কালিগঞ্জ মেমোরিয়াল ডিগ্রী কলেজ, চামারী কলেজ, কলম ডিগ্রী কলেজ, বিলহালতি অনার্স কলেজ ও শেরকোল আদর্শ মহাবিদ্যালয়।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক অফিসার আমিনুর রহমান।

উপজেলা মাধ্যমিক অফিসার আমিনুর রহমান জানান, করোনার এ দুর্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পাচ্ছে ননএমপিও শিক্ষক ও কর্মচারীরা। পরের ধাপে কারিগরী স্কুল, কলেজ ও মাদ্রাসার বরাদ্দ আসার কথা রয়েছে বলে জানান তিনি।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …