রবিবার , জানুয়ারি ১২ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে তাবু বিতরণ

সিংড়ায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে তাবু বিতরণ


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারে বসবাসের সুবিধার্তে উন্নত মানের তাবু বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে তাঁবু বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির জেলার চেয়ারম্যান এড. সাজেদুর রহমান খান। পর্যায়ক্রমে এই তাবু আরো ৫৩টি পরিবারকে দেয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।

সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী জালাল উদ্দিনসহ আরো অনেকে।

আরও দেখুন

লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …