নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় গুরনই নদীতে ঝাঁপ দেয়ার ৫ ঘন্টা পর এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে সিংড়া উপজেলার পাঙ্গাশিয়া গ্রামে গুরনই নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে অজ্ঞাত ঐ ব্যক্তি হঠাৎ করে পাঙ্গাশিয়া গ্রামে আসে এবং গুরনই নদীতে ঝাঁপ দেয়। এলাকাবাসী বাঁচাতে গেলে নদীতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
চামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল মৃধা জানান, অপরিচিত ব্যক্তি নদীতে ঝাঁপ দিলে এলাকাবাসী বাঁচানোর চেষ্টা করেও পারেনি। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধারের বিষয়টি শুনেছি। ঘটনাস্থল পরিদর্শন ও খোঁজ নিয়ে জানাতে পারবো।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …