নিজস্ব প্রতিবেদক:
মাজারে মানুষের কাছে নকল স্বর্ণের মূর্তি বিক্রির দায়ে নাটোরের সিংড়া থেকে দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। ২৮ নভেম্বর সোমবার নাটোরের সিংড়া উপজেলার আয়েশ মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রফিকুল ইসলাম অফিজ (৫০) ও তার স্ত্রী রূপজান (৪৫)। তারা সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকার বাসিন্দা।
নাটোর র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম অফিজের চক্রের সাত সদস্য দেশের বিভিন্ন মাজারে আসা মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এই সখ্যতার পরিপ্রেক্ষিতে তাদের বাড়িতে নকল স্বর্ণের মূর্তি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।
এরই ধারাবাহিকতায় গত ১৭ অক্টোবর নাটোরের লালপুর উপজেলার সালামপুর এলাকার তরিকুল ইসলামকে নিজ বাড়িতে ডাকেন অফিজের স্ত্রী রূপজান। তরিকুল ওই বাড়িতে গেলে প্রতারকচক্রের সদস্যরা একটি স্বর্ণের মূর্তির নিচের অংশ কেটে স্বর্ণকারের দোকানে পরীক্ষার জন্য বলেন।
তরিকুল মূর্তির কাটা অংশ স্বর্ণের দোকানে পরীক্ষা করলে দোকানদার স্বর্ণ বলে জানালে প্রতারকরা তার কাছে এটি দুই লাখ ২০ হাজার টাকায় বিক্রি করেন। টাকা গ্রহণের পর প্রতারকরা মূর্তিটি বদলে পিতলের মূর্তি তাকে হস্তান্তর করেন। পরে গত ২০ নভেম্বর তরিকুল এটি নকল নিশ্চিত হলে মূর্তিটি ফেরত দিয়ে টাকা চাইলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ২১ নভেম্বর তরিকুল সিংড়া থানায় প্রতারকদের বিরুদ্ধে মামলা করেন।পরে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …