সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

সিংড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজিব (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাঁকে আটক করা হয়। রাজিব উপজেলার মুষ্টিগড় গ্রামের চান্দু শাহের পুত্র।  

অভিযোগে জানা যায়, ২০ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজিব ভূক্তভোগী ঐ গৃহবধূর বাড়িতে প্রবেশ করে। এসময় গৃহবধূ রান্না করছিলো। স্বামীর অনুপস্থিতির সুযোগে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে পরে তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় রাজিব। পরে সিংড়া থানায় অভিযোগ দিলে পুলিশ বুধবার তাঁকে আটক করে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত আসামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …