শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / সিংড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

সিংড়ায় দেড় লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিল মৎস্য বিভাগ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া বাজারে অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। 

সোমবার সকাল ৮ টায় পৌর শহরের খাদ্য গোডাউনের পার্শ্বে জাল কেনা-বেচার সময় জব্দ করেন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। পরে উপজেলা কোর্ট মাঠে জালগুলো পুড়িয়ে দেয়া হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, সকালে ৩০ জন ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ মিটার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ অর্থবছরে প্রায় ১৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এসময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান সিদ্দিকী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …